রংপুরসহ দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত!

0
438

ভোলা নিউজ ২৪ ডটনেট : রংপুরসহ দেশেরে উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। কুড়িগ্রামে সর্বোচ্চ ভূকম্পন হয়েছে বলে জানিয়েছে ভূকম্পন গবেষণা কেন্দ্র। শনিবার সকাল ৭টার দিকে ৪ দশমিক ৫ মাত্রার ভূকম্প রেকর্ড হয় এই এলাকায়।

ভূমিকম্প গবেষণা কেন্দ্রের দেয়া তথ্যানুসারে, রাজধানী ঢাকা থেকে ২৭২ কিলোমিটার উত্তরের কোনো এলাকা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল যেখান থেকে রংপুরের দূরত্ব ৮৭ কিলোমিটার উত্তরপূর্বে। উত্তরাঞ্চলে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের কিছু স্থানেও ভূকম্পন অনুভূত হয়েছে।

শনিবার সকালে হওয়া এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীসহ দেশের বেশ কয়েকটি জেলা শহরের মানুষ রাস্তায় নেমে আসে। কিন্তু এ ঘটনায় কোন হতাহতের খবর মেলেনি।

LEAVE A REPLY