মুক্তিযোদ্ধাদের৩০% সংরক্ষিত কোটা পুনরায় বহালের দাবীতে ভোলায় মানববন্ধন

0
419

অমি আহামেদ,ভোলা নিউজ২৪ডটনেট॥ মুক্তিযোদ্ধাদের ৩০ % সংরক্ষিত কোটা পুনরায় বহাল রাখার দাবীতে ভোলায় বিশাল মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ পালন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে এসব কর্মসূচী পালন করা হয়। এসব কর্মসূচীতে বীর মুক্তিযোদ্ধারা, তাদের সন্তান, শিক্ষক সাংবাদিক সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার নারী পুরুষ অংশ নেয়।

ভোলা প্রেসক্লাবের সামনে বেলা ১১ টা থেকে শুরু হয় মানবন্ধন ও সমাবেশ। ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মো: হামিদুর রহমান হাসিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অহিদুর রহমান, ভোলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম হাবিবুর রহমান, ভোলা চেম্বর এন্ড কমার্সের পরিচালক সফিকুল ইসলাম, ভোলা রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক আজিজুল ইসলাম, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংস সন্তান কমান্ডের যুগ্নআহবায়ক তানজিরুল ইসলাম, কামরুল ইসলাম, ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আরিফুর রহমান সোহাগ, ভোলা জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আবিদুল আলম, মুক্তিযোদ্ধা সন্তান শাখাওয়াত হোসেন সোহেল, হোসেন কবির প্রমুখ। এসময় বক্তারা মুক্তিযোদ্ধাদের ৩০ ভাগ কোট পুনরায় বহাল রাখার জন্য সরকারের কাছে দাবি জানান।

LEAVE A REPLY