ভোলা নিউজ২৪ডটনেট।। মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয় দৈনিক মিয়ানমার টাইমস দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এস-২-এজিকিউ বোমবার্ডিয়ার-৮ কিউ ৪০০ ফ্লাইটের পাইলটসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
দুর্ঘটনায় বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিমানবন্দরে বিমান চলাচল আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। আশপাশের বিমানগুলোকে থাইল্যান্ডের চিয়াং মাই বিমানবন্দরে যাওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
এ ব্যাপারে বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা শাকিল মেরাজের সেল ফোনে যোগাযোগ করা হলে তিনি দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটু পর বিস্তারিত জানাচ্ছি।