ফাহিম খন্দকার রাকিব এর ফেজবুক থেকে সংগৃহীতঃ মানুষের গায়ের রং সাদা নাকি কালো কোনটা সত্যিকার অর্থে দেখতে ভালো..?
এটা নিয়ে মনে হয় জন্মলগ্ন থেকেই চলছে যুদ্ধ। এ ধরনের বিষয়গুলো মানষিক দন্ধ থেকে শুরু হলেও একসময় এই যুদ্ধ শারীরিক হয়ে ওঠে। বিশ্বে বর্নবাদ (কৃষ্ণাঙ্গ/শ্বেতাঙ্গ) নিয়ে মারামারি হানাহানি আমরা অনেক শুনেছি। এ বিষয়ে আন্তর্জাতিক এ যুদ্ধের আড়ালে ফিরে আসি আমার নিজস্ব জাতীয় অবস্থানে। অনেকেরই ধারনা সুন্দর মানেই শ্বেতাঙ্গ। তাই কৃষ্ণাঙ্গ মানুষ আমাদের অনেকেরই অবহেলার পাত্র। কৃষ্ণাঙ্গ বলে তাদের বোজানো হয় যাদের কে আমার ঠাট্টা করে কালি/কালু ইত্যাদি বলি। আমরা পুরুষ সমাজ যতটানা এই কালো হওয়ার মত মনুষ্যসৃষ্ট অপরাধে সমাজে হেয় হই তার চেয়ে বেশি হেয় হয় একজন নারী। কালো হওয়া কি কোন অপরাধ? নাকি কালো আসলেই সুন্দর নয় (বিশ্রী)। বিদেশে না হয় যারা সাদা তাদের সবাই সাদা হয় আবার যারা কালো তাদের সবাই কালোই হয়। কিন্তু আমাদের দেশে তো সেরকম নয়। আমার/আপনার মা কালো হলো আমি/আপনি নিজের মাকে তো ২/৪ কথা শুনাই নি কখনো। তাহলে বাকীদের বেলায় কেন এমন চিন্তাভাবনা আমাদের। আর আমরা কালো মানুষগুলো যেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন যায়গায় হেয় হওয়ার কারনে একটু হিংস্র স্বভাবের হয়ে গেছি।
আসুন আমরা সবাই আমাদের এ ধরনের চিন্তভাবনা থেকে বের হওয়ার চেষ্টা করি। মানুষকে তার কর্ম তার মানুষিক গুনাবলির উপর বিবেচনা করতে শিখি। নিজে বদলাই, নিজের পরিবারকে বদলাই এতে সমাজ বদলে যাবে। সমাজ বদলালে গোটা দেশ বদলে যাবে।
#আমি_কালো
#এটাই_আমার_অহংকার