ভোলা নিউজ২৪ডটকম।। কোভিড-১৯ মোকাবেলায় আশার আলোর দেখাচ্ছেন একদল গবেষক। যারা এরই মধ্যে প্রতিষেধক টিকা আবিষ্কারে অনেকখানি সফল হয়েছেন। যুক্তরাষ্ট্র, চীনসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের প্রতিষেধক টিকা তৈরিতে কাজ করে যাচ্ছেন।
এবার যুক্তরাষ্ট্রের একদল গবেষক তাদের আবিষ্কৃত টিকা বিভিন্ন প্রাণীর ওপর প্রয়োগ করে এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হয়েছেন। তারা টিকাটি মানবদেহে প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদনের অপেক্ষা করছেন। তাদের আশা চলতি সপ্তাহেই ৪০ জন সুস্থ প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবকের ওপর টিকাটি প্রয়োগ করতে পারবেন।
যুক্তরাষ্ট্রের ইনোভিও ফার্মাসিউটিক্যাল করোনাভাইরাসের সম্ভাব্য এই পরীক্ষামূলক প্রয়োগ শুরু করবে। যুক্তরাষ্ট্রে ইনোভিওর তৈরি ‘ইনো-৪৮০০’ মানব দেহে পরীক্ষা শুরুর জন্য দ্বিতীয় সম্ভাব্য করোনাভাইরাস প্রতিষেধক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইনোভিও তাদের আবিষ্কৃত টিকা তৈরিতে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে।
ইনোভিও এই পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেক স্বেচ্ছাসেবক চার সপ্তাহের ব্যবধানে দুই ডোজ ইনো-৪৮০০ টিকা পাবে। প্রতিষ্ঠানটি আশা করছে তারা দ্রুত পরীক্ষা শেষে গ্রীষ্মের শেষে ইতিবাচক ফল পাবে। যদি পরিকল্পনা মাফিক কার্যক্রম সম্পন্ন হয় তবে প্রতিষ্ঠানটি করোনাভাইরাসের বিরুদ্ধে টিকার কার্যকারিতা মূল্যায়নের জন্য আরো একটি গবেষণা শুরু করবে।