মাদক থে‌কে ছে‌লে মে‌য়ে‌দের বাঁচা‌তে খেলাধুলা করা‌তে হ‌বে-অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার আবুল কালাম আজাদ

0
34

ভোলা নিউজ২৪ডটকম।।ভোলা সদর উপ‌জেলার ভেদু‌রিয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুনা‌মে‌ন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার(২০আগস্ট) বি‌কে‌লে ভেদু‌রিয়ার ব‌্যাং‌কের হাট স্কুল মা‌ঠে ভেদু‌রিয়া লায়ন্স ফুটবল একা‌ডেমীর আ‌য়োজ‌নে এ টুনা‌মে‌ন্টের আ‌য়োজন করা হয়।

অনুষ্ঠান প্রধান অ‌তি‌থি ছি‌লেন ভোলা অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।

ভেদু‌রিয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ তাজুল ইসলাম মাস্টা‌রের সভাপ‌তি‌ত্বে এসময় বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন,ভেদু‌রিয়া ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোস‌লেহ্ উ‌দ্দিন, ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি মোঃ মোস্তফা কামালসহ প্রমূখ।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ ব‌লেন, মাদকের হাত থে‌কে ছে‌লে মে‌য়ে‌দের বাঁচা‌তে খেলাধুলা করা‌তে হ‌বে।আমাদের সময় খেলার সামগ্রী ছিল না জাম্বুরা,আর নারিকেলের বাঘা দিয়ে বেট বানিয়ে খেলেছি।যুব সমাজ কে নেশা থেকে দূরে রাখতে হলে খেলাধুলা উদ্বুদ্ধ করতে হবে। পড়াশুনার পাশাপা‌শি খেলাধুলা কর‌লে তা‌দের মনবল ও বাড়‌বে।

টুনা‌মে‌ন্টের সা‌র্বিক সহ‌যোগীতা ক‌রেন নিউ টেন স্পোর্টস।

ফাইনাল খেলায় মেঘনা ও পদ্মা দল মূ‌খোমূ‌খি হয়। টাই‌বেকা‌রে পদ্মা দল ৩/১ গো‌লে জয় লাভ ক‌রে।

LEAVE A REPLY