ভোলা নিউজ২৪ডটনেট। । কোমল পানীয় কোকা-কোলার বোতলের লেবেলে মাথা নষ্ট, বাবু, ঢিলা, ফাঁপর, জান, গুটি, গাব, আগুন, কড়া, অস্থির, পার্ট, ব্যাপক, প্যারা’র মতো অশ্লীল (ইনডিসেন্ট) শব্দের ব্যবহার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ ধরনের শব্দ ব্যবহার করে বিজ্ঞাপন প্রচারের জন্য কোকা-কোলার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে তথ্যসচিব, শিল্পসচিব, সংস্কৃতিসচিব, আইনসচিব, শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক ও কোকা-কোলাসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মো. মনিরুজ্জামান রানা।
এর আগে কোকা-কোলার বোতলে ওইসব শব্দের ব্যবহার নিয়ে আপত্তি তুলে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান রানা একটি রিট করেন। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করলেন।