ভোলা নিউজ২৪ডটনেট।। সংযুক্ত আরব আমিরাতের নভোচারী হাজ্জা আল মানসুরি গত ২৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পবিত্র কাবা শরিফ, মসজিদ আল-হারামসহ মক্কা নগরীর একটি সুন্দর ছবি তোলেন। সম্প্রতি মহাকাশ থেকে পবিত্র কাবা শরিফসহ কয়েকটি ছবি নিজের ইন্সটাগ্রাম ও টুইটারে শেয়ার করেন তিনি।
তারপর সেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, পৃথিবী থেকে সাড়ে তিনশ কিলোমিটার উপর থেকে ছবিটি তুলেছেন হাজ্জা আল-মানসুরি। মহাকাশ থেকে পবিত্র কাবার দিকে তাকিয়ে ছবি তোলার পাশাপাশি হাজ্জা ছবির ক্যাপশনে লিখেছেন, মুসলমানদের হৃদয়ে বসবাসকারী স্থান।
এর আগে তিনি মহাকাশ থেকে আরব উপদ্বীপের একটি ছবিও পোস্ট করেন। যা দেখতে অসম্ভব সুন্দর লেগেছে নেটিজেনদের। সংযুক্ত আরব আমিরাতের এ স্বপ্নটি বাস্তবায়ন করতে হাজ্জার অবিরাম প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছে দেশটি।
মহাকাশে নভোচারী হাজ্জা আল-মানসুরিকে তার সহকর্মীদের সঙ্গে আরবি পোশাকেও দেখা গেছে। এখন পর্যন্ত যে কয়জন মুসলিম মহাকাশে গেছেন, তাদের একজন গর্বিত সদস্য হলেন হাজ্জা আল-মানসুরি।