আদিল হোসেন তপু:কিশোর- কিশোরী আগামী দিনের ভবিষৎ। তাদেরকে স্বাস্থ্য বান রাখতে ও বয়সন্ধিকালে সময় বিভিন্ন বিষয় সচেতন করার জন্য ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় শুরু হয়েছে কিশোর কিশোরীদের সচেতনা মূলক স্কুল ক্যাম্পেইন।
মঙ্গলবার (২৯ আগষ্ট) হাজির হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত কিশোর কিশোরীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক ছিলেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মাহমুদুর রশিদ। এসময় তিনি কিশোরীদের স্বাস্থ্য কমপ্লেক্্ের স্বাস্থ্য সেবা কিশোর কিশোরীদের মাঝে দ্রুত পৌছে দিতে ডাক্তাররা তৈরি আছেন বলে জানায়। এসময় তিনি আরো বলেন,আমাদের দেশের মেয়েরা স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন নয়।
মেয়েরা একটু লজ্জাবতি হয়। যখন ১টি মেয়ের বয়স ১১/১২ হয় তখন তাদের মধ্যে একটা পরিবর্তন আসে। তাদের সমস্যগুলো তাদের মায়ের সাথে শেয়ার করে না। যার ফলে মেয়েরা অনেক সমস্যায় পড়ে। বিভিন্ন জটিল রোগে ভোগে। মেয়েরা যাতে প্রতি মাসে অন্তত পক্ষে ১০টি আইরন টেবলেট খায় সে পরামর্শ দিয়েছেন তিনি।
এছাড়াও প্রতিমাসে যেন তারা হাসপাতালে গিয়ে স্বাস্থ্য সেবা নিতে পারেন সে সম্পর্কে পরামর্শ দিয়েছেন। পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কিশোর কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা সম্পর্কে পরামর্শ দেওয়ার উদ্যোগ গ্রহন করেছেন।
ক্যাম্পেই অনুষ্ঠানে হাজির হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মনপুরা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আলমগীর হোসেন সভাপত্বি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিন,চ্যানেল ২৪ ভোলা জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু,মনপুরা সদর স্বাস্থ্যকমপ্লেক্র অফিস সহকারী মোঃ মাহমুদুর রহমানসহ স্কুলের সকল শিক্ষক,অধ্যয়নরত ছাত্রীবৃন্দ,সাংবাদিক উপস্থিত ছিলেন ।