ভোলা-বরিশাল ব্রীজের কাজ দ্রুত শুরু হবে… তোফায়েল আহমেদ

0
915

মো: আফজাল হোসেন ॥ বিএনপির পুর্বের জ্বালাও-পোরাও আন্দোলনের কথা উল্লেখ করে বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,বিএনপি যদি আবার ঐ তান্ডব চালায় এতে তাদেরই ক্ষতি হবে।
শুক্রবার সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলী বাজারে আওয়ামী লীগের সদস্য সংগ্রহেদের নিয়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হারুন-অর-রশিদ হাওলাদারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মন্ত্রী আরো বলেন,দেশে ও দেশের স¤পদ এবং জনগনের জানমাল রক্ষায় আইনপ্রয়োগকারী সংস্থা যা যা করা দরকার তারা তাই করবে। যার জন্য তারা ভুল থেকে শিক্ষা নিয়ে খালেদা জিয়া জেলে থাকা সত্ত্বেও তারা এখন আর জ্বালাও-পোরাও ভাংচুর করতে যাচ্ছে না। গেলে ক্ষতি হবে। জেলে গেলে কর্মী সংকট হবে বলে তিনি মন্তব্য করেন। মন্ত্রী ২০০১ সালের নির্বাচনের কথা উল্লেখ করে বলেন,বিএনপি যে কত অত্যাচার নির্যাতন করেছে তা তারা আবারো সুযোগ পেলে তার বেশি করবে। তিনি ২০১৪ সালের নির্বাচনের কথা উল্লেখ করে বলেন,ঐ সময় বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিলো। তারা ৪জন প্রিজাইডিং আর ২৪ জন পুলিশকে হত্যা করেছে। তার পরেও নির্বাচন বানচাল করতে পারেনি। আগামীতেও পারবে না। তিনি আরো বলেন,আজকের এই দিনেই আমি জাতীয় সোহরাওয়ার্দী উদ্দ্যানে বিশাল সমাবেশে জাতীরজনক বঙ্গ বন্ধুকে বঙ্গবন্ধু উপাধী দিয়েছিলাম। বিএনপির উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন,নির্বাচন এ বছরের ডিসেম্বরেই হবে বলে নির্বাচন কমিশন ঘোষণা করেছে। আমি তাদের (বিএনপি) বলব সংবিধান অনুসারে যে নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে অংশগ্রহণমূলক করুন। তাঁর বাইরে আপনারা যত দাবি-দাওয়াই উত্থাপন করেন না কেন কখনোই সেই দাবি দাওয়া পূরণ হবে না। কারণ ক্ষমতাসীন দলের অধীনে, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সমাবেশে স্মৃতিচারণা করেন তোফায়েল আহমেদ। তিনি বলেন, “১৯৬৯ সালের আজকের এই দিনেই আমরা বঙ্গবন্ধুকে মুক্ত করে এনেছিলাম। সেই সময় ২৩ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে ১০ লাখ মানুষের সমাবেশে আমি সভাপতিত্ব করি। সেদিন বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু হিসেবে আমিই উপাধি দিয়েছিলাম।” তাই আজকের এই দিনটা আমার জন্য খুবই আনন্দের দিন। ভোলার নদী ভাঙ্গন আল্লাহর রহমতে রোধ করা সম্ভব হয়েছে। বাকী যা আছে তার কাজ শুরু হয়েছে। এখন আমার দ্বীতিয় স্বপ্ন ভোলা-বরিশাল ব্রীজ নির্মান। এটাও আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই শুরু হবে। এটা করা হলে ভোলার মানুষ আর বিচ্ছিন্ন থাকবে না। ভোলার মানুষ ৪/৫ঘন্টায় ঢাকায় যেতে পারবেন। ভোলা হবে সবচেয়ে আধুনিক জেলা। ভোলার গ্যাস দিয়ে শিল্প কলকারখানা গড়ে উঠবে। এছাড়া বিকালে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চাচরা গ্রামে একই ধরনের একটি সমাবেশে অংশ গ্রহন করেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। হাজারো মানুষের উপস্থিতি মন্ত্রীকে মুগ্ধ করে। মুহুর মুহুর স্লোগানে মন্ত্রী মঞ্চে উঠেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আজাহার উদ্দিন কালুর সভাপতিত্বের সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন,ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক ইয়ানুর রহমান বিল্পব মোল্লা। এর আগে স্থানীয়দের পক্ষে ফুল দিয়ে বরন করা হয় বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে। নারী-পুরুষের অংশগ্রহন ছিলো চোখে পড়ার মত। সমাবেশে আরো বক্তব্য রাখেন,সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন,সাধারন স¤পাদক নজরুল ইসলাম গোলদার,জেলা আওয়ামী লীগ যুগ্ন-সাধারন স¤পাদক জহিরুল ইসলাম নকিব,সাংগঠনিক স¤পাদক মইনুল হোসেন বিপ্লব,পৌর আওয়ামী লীগ সাধানন স¤পাদক শাহ আলী নেওয়াজ পলাম প্রমুখ। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে হাজারো নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন।

 

LEAVE A REPLY