এম শাহরিয়ার জিলন : জাতীয় মঙ্গলের কবি মোজাম্মেল হকের স্ত্রী ও সাবেক সচিব, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এম মোকাম্মেল হকের মাতা মহিয়ষী নারী মরহুমা হালিমা খাতুনের ৩৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুলাই) ভোলার উত্তরের মেয়েদের একমাত্র বিদ্যাপিঠ হালিমা খাতুন গালর্স স্কুল এন্ড কলেজের আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক সচিব এম মোকাম্মেল হক।
হালিমা খাতুন গালর্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ টিপু সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, কলেজের গভর্নিং বডির সদস্য মোজাহেদুল হক এমরান।
হালিমা খাতুন গালর্স স্কুল এন্ড কলেজের ইসলামের ইতিহাসের সহকারী অধ্যাপক মোঃ সফিকুল ইসলাম ও সহকারী শিক্ষিকা নাছিমা শিরিন তুলির সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, হালিমা খাতুন গালর্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য রুজবিন রহমান মুকুল তালুকদার, পৌরনীতি ও সুশাসনের সহকারী অধ্যাপক সহকারী আকতারা বেগম, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রভাষক আবুল কাশেম, সমাজ বিজ্ঞানের প্রভাষক মাহাবুবুর রহমান শাহিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাষক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, দশম শ্রেনীর ছাত্রী মোসাঃ সুমাইয়া। মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন, পরানগঞ্জ জামে মসজিদের সানী ইমাম হাফেজ ওমর ফারুক।
অনুষ্ঠানে মহিয়ষী নারী হালিমা খাতুনকে নিয়ে নিজের লেখা ‘মনে পড়ে মাকে’ কবিতা আবৃত্তি করেন লেখা সহকারী শিক্ষিকা নাছিমা শিরিন তুলি। এসময় বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ। বক্তারা মহিয়ষী নারী হালিমা খাতুনের জীবনী তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এর আগে বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান এম মোকাম্মেল হক কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপনের উদ্বোধন করেন।
এদিকে, বুধবার বিকালে পরান তালুকদার বাড়ীতে মরহুমা হালিমা খাতুনের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মরহুমার সুযোগ্য সন্তান, সাবেক সচিব এম মোকাম্মেল হক ও হালিমা খাতুন গালর্স স্কুলের শিক্ষকগণ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। দোয়া মুনাজাত পরিচালনা করেন, পরান তালুকদার বাড়ী দরজা জামে মসজিদের ঈমাম।