রাকিব উদ্দিন অমি ॥ শিক্ষকরা কেন রাস্তায় আন্দোলন করবে তারা ক্লাসে শিক্ষার্থীদেও পাঠদান নিয়ে ব্যস্ত সময় কাটাবে। বেতন কাটার পদ্ধতি বাদ দিন না হলে ক্লাস ছেড়ে রাস্তায় নামলে পরিস্থিতি হবে ভয়াবহ। এমনটাই বলে হুসিয়ারী করছিলেন ভোলার বেসরকারী শিক্ষক-কর্মচারীদের নেতারা।
আজ ১৮ এপ্রিল বেলা ১২টায় ভোলার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী সংগঠন গুলোর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে এমন কথা বলে সরকারকে হুসিয়ার করে দেন নেতারা। মানববন্ধকালীন সময় বক্তারা আরো বলেন,কোন দেশে নিয়ম আছে সরকার শিক্ষকদের বেতন দিয়ে আবার ৩/৪মাস না যেতেই কর্তন করে। এমনটা হলে শিক্ষকরা কিভাবে ক্লাসে পাঠদান করাবে। শিক্ষকরা কি ক্লাসে পাঠদান করাবে না রাস্তায় আন্দোলন করবে বলে প্রশ্ন ছুড়ে দেন সরকার এর প্রতি। বক্তারা আরো বলেন,এমপিও ভুক্ত বেসরকারী শিক্ষব-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট ৬% এর পরেও অতিরিক্তি ৪% কর্তনের বিষয় সারাদেশের সকল শিক্ষকদেও আজ ভাবিয়ে তুলেছে। সরকার দিয়ে আবার নিয়ে নিবে এটা কেমন সিদ্ধান্ত। এসব দ্রুত বাস্তবায়ন করতে হবে না হলে সারাদেশে আন্দোলন গড়ে তোলা হবে।
ভোলা সদর উপজেলার বেসরকারী কলেজ ও স্কুলের প্রধানরা ছাড়া শিক্ষক-কর্মচারী এসময় উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য দেন,বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাউদুল হাসান সেলিম,বাকশিস ভোলা জেলার সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ মাকসুদুর রহমান,বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) জেলার সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ সাফিয়া খাতুন,বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা জেলা সভাপতি মীর আমীর হোসেন প্রমুখ। পরে সকল নেতারা ভোলার জেলা প্রশাস মোহাম্মদ মাসুদ আলম ছিিিদ্দক এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক এই স্বারকলিপি গ্রহন করেন।