স্টাফ রিপোর্টার॥
ajkerdeshbani.com (আজকের দেশবানী.কম) নামক ভূয়া ওয়েব সাইটে “ভোলার পশ্চিম ইলিশা দেলোয়ার নামে এক চাঁদা বাজের উদ্ভব” শিরোনামে নিউজ প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী নির্মান শ্রমিক লীগের ভোলা জেলা শাখার সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেনের মানহানির অভিযোগ উঠেছে।
মো: দেলোয়ার হোসেন বলেন, ভেদুরিয়া ইউনিয়নের হেতনার হাট এলাকায় আরিফকে সিদ্দিক মাঝির ছেলে কালু ব্যাপক মারধর করে। পরে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময়ার কাছে থাকা মোবাইল ফোন নিয়ে ভেঙে ফেলে কালু। ঘটনাটির সুষ্ঠ বিচারের জন্য ফিরোজ আমার দারস্ত হয়। পরে আমি দুই পক্ষকে নিয়ে মিমাংসা করে দেই।
ঘটনাটির সঠিক বিচার হওয়ায় প্রতিপক্ষের মো: সিদ্দিক ও ফিরোজ খিপ্ত হয়ে গিয়ে আমায় দেখে নেওয়ার হুমকি দেয়। মূলত ফিরোজ ও সিদ্দিকের মন মতো শালিস না হওয়ায় তারা সাংবাদিকদের দিয়ে এই নিউজ করিয়ে আমার মান খুন্ন করার জন্য এই অপ-প্রচার চালিয়েছে। এই নিউজটি সম্পূর্ন মিথ্যা তথ্য দিয়ে করানো হয়েছে। আমি এরূপ কোন চাঁদা দাবি করি নাই। বরং ঐ শালিশে মিলমিশ করে দিয়েছি। এঘটনাটিকে নিয়ে আমি তাদের বিরুদ্ধে মানহানি মামলা করবো।