ভোলায় দরিদ্রদের বাড়িতে পৌছে দেয়া হচ্ছে খাদ্য সহায়তা

0
623

ইমতিয়াজুর রহমান: ভোলার পৌরসভার পক্ষ থেকে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি পৌছে দেয়া হচ্ছে খাদ্য সহায়তা। শনিবার (২৮ মার্চ) বিকালে জৈনপুর খানকাহ শরীফ চত্বরে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেন ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির। এ সময় তিনি পৌর এলাকার দরিদ্র বাসিন্দাদের মাঝে এ সহায়তা দেন। প্রতিটি প্যাকেটে ২০ কেজি করে চাল, ৫ কেজি আলু ও এক কেজি করে ডাল দেয়া হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডের সাড়ে ৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, জেলা আ’লীগের যুগ্ম স¤পাদক এনামুল হক আরজু, পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুল ইসলাম শামিম, এ্যাপেলো মেডিকেল সেন্টারের চেয়ারম্যান জাহিদুল হক শুভ প্রমুখ উপস্থিত ছিলেন। পৌর মেয়র মনিরুজ্জামান মনির জানান, ভোলা সদর আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এর সহযোগীতায় পৌরসভা দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। করোনা ঝুঁকি এড়াতে জন সমাগম ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলর বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দিবেন। এছাড়াও পৌর এলকায় জীবানুণাশক স্প্রে ছিটিয়ে দেয়া হচ্ছে। করোনা প্রতিরোধে পৌরসভার এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY