ভোলায় তৃনমূল বন্ধুমহলের পক্ষ থেকে ত্রান বিতরন ও সচেতনতা মুলক প্রচারনা

0
150

এম মইনুল এহসান: তৃনমূল বন্ধুমহল সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভোলায় অর্ধ শতাধিক অভাবগ্রস্থ মানুষের মাঝে ত্রান ও ওষধ বিতরন এবং করোনা প্রতিরোধে করনীয় বিষয়ক সচেতনতা মুলক প্রচারনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে তৃনমূল বন্ধুমহল সামাজিক সংগঠনের আয়োজনে ভোলা
সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়নের চরছিফলি ও রতনপুর এলাকায় এই ত্রান
বিতরন ও সচেতনতা মুলক প্রচারনা অনুষ্ঠিত হয় এসময় মহামারি করোনার কারনে লকডাউনের ফলে কর্মহিন হয়ে পরা মানুষের মাঝে ত্রান হিসাবে নিত্য প্রয়োজনিয় খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করা হয়। ত্রান বিতরন কালে তৃনমূল বন্ধুমহল সামাজিক সংগঠনের সদস্য ডাক্তার জান্নাতুল মাওয়া সুরভী,ডাক্তার মিজানুর রহমান দীপু,মোঃ মাইনুদ্দিন টিপু,হাসনাত হাসিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ত্রান বিতরন শেষে করোনা প্রতিরোধে স্থানীয়দের মাঝে সচেতনতা মুলক
প্রচারনা চলানো হয় এবং করোনা প্রতিরোধ ও কারোনা হলে কি কি করনীয়
সে সম্পর্কে স্থানীয় জনসাধারণ কে সচেতন করা হয়।
তৃনমূল বন্ধুমহল সামাজিক সংগঠনের সদস্য ডাক্তার জান্নাতুল মাওয়া
সুরভী বলেন , মহামারি করোন ফলে অনেক মানুষ কর্মহিন হয়ে পরেছে। আমরা
বেক্তিগত ভাবে আমদের বন্ধু বান্ধব ও শুভাকাক্ষিদের থেকে অর্থ সংগ্রহ করে এই
খাদ্য সামগ্রি ও ঔষধ বিতরন করেছি। এর পাশাপাশি স্থানিয় জনসাধারনকে
করোনা প্রতিরোধ করনিয় এবং করোনায় কেউ আক্রান্ত হলে কি করনীয় সে
সম্পর্কে সচেতন করেছি । আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে এই

করোনা মহামারি সংকট মোকাবেলায় কাজ করি তাহলে আমরা এর ক্ষয়ক্ষতি
অনেক কমিয়ে আনতে পারব।

LEAVE A REPLY