স্টাফ রিপোর্টাার ।। ভোলার ইলিশা মেঘনা নদীতে জেলে জালের ধরা পড়েছে ২ মণ ৭ কেজি ওজনের হাউস মাছ।
ভোলার ইলিশা জংশন বাজার এলাকার মেঘনা নদীতে ইদ্রিছ মাঝির ও ফিরোজ মাঝি জালে শাপলা পাতা বা সাকুচ নামে পরিচিত মাছটি ধরা পরে।
জেলেরা মাছটি বিক্রির জন্য ইলিশা ঘাটে নিয়ে আসেলে বিশাল আকৃতির এই মাছ ধরা পড়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে মাছটি দেখতে ছুটে আসে উৎসুক মানুষ। স্থানীয় আব্দুল কাসেম ব্যাপারী জেলেদের কাছ থেকে ১৫ হাজার টাকা দিয়ে মাছটি ক্রয় করে নেন।
আব্দুল কাসেম ব্যাপারী বলেন, এমন বিশাল আকৃতির মাছ আর কখনো দেখিনি। আমি এটি মোকামে বিক্রির জন্য ক্রয় করেছি। আশা করি অনেক টাকা লাভ হবে।
এ দিকে ভোলা সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, এ সব মাছ গভীর সাগরে থাকে। দিক হারিয়ে মেঘনা নদীতে চলে এসে জেলেদের জালে ধরা পড়েছে।