ইয়াছিনুল ঈমন, ভোলা নিউজ ২৪ ডটনেট ।। ‘‘ স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এ স্লোগানকে সামনে রেখে বর্নাঢ্য র্যালী,মাছের পোনা অবমুক্ত করনের মধ্য দিয়ে ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন হয়েছে।
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ১৯ জুলাই (বৃহস্পতিবার) সকালে ভোলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে শহরের কোর্ট জামে মসজিদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।
পরে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আহসান হাসিব খানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা: মো: মোজাহিদুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদুর রহমান, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন,কোস্টগার্ড দক্ষিন জোনের লে.কমান্ডার নুরুজ্জামান শেখ।
এসময় আরো উপস্থিত ছিলেন,্ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান,জেলা কেন্দ্রীয় মৎস্যজীবি সমিতির সভাপতি মো: নুরুজ্জামান,ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি মো: নুরুল ইসলাম,কোষ্ট ট্রাস্ট ইকো ফিস প্রকল্পের রিসার্স এসোসিয়েট অংকুর মোহাম্মদ ইমতিয়াজ,প্রকল্প সমন্ময়কারী জহিরুল ইসলাম,সহকারী প্রকল্প সমন্ময়কারী সোহেল মাহমুদ।
এসময় বক্তারা বলেন, দেশে বর্তমানে মাছ চাষ করে অনেক যুবক এখণ স্বাবলম্বী হয়েছে। তারা নিজেরা নিজের কর্মসংস্থান তৈরীর পাশাপশি অন্য বেকার যুবকদের ও কর্ম সংস্থান সৃষ্টিতে সক্ষম হচ্ছে। বর্তমানে আমরা মৎস্য সম্পদে অনেকটা স্বয়ংসম্পূর্ণ। আমরা আমাদের মৎস্য সম্পদ উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করে বর্তমানে নতুন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করছি।