ভোলায় গাছের ডাল কাটা নিয়ে বৃদ্ধকে পিটিয়ে আহত

0
169

ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেদুয়া গ্রামে বাগানের একটি গাছের ডাল কাটাকে কেন্দ্র করে তোফাজ্জল মাঝি (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এসময় তাকে উদ্ধার করতে গেলে তার স্ত্রী আমেনা বেগমকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় ও পরিবারের সহযোগীতায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় পর্যায়ে চিকিৎসা প্রদান করলেও তোফাজ্জলের অবস্থা গুরুতর হলে তাকে সাংবাদিকদের সহযোগীতায় ভোলা সদর হাসপাতলে ভর্তি করা হয়। আহত তোফাজ্জলের স্ত্রী আমেনা বেগম অভিযোগ করে জানান, তাদের বসত ঘরের পিছনে সুপারি বাগান রয়েছে। সেখান থেকে প্রতি বছর কয়েক হাজার টাকার সুপারি বিক্রি করেন বাজারে। ওই বাগানে সাথে
তাদের পাশ^বর্তী সিরাজ ও লালু ব্যাপারীদের একটি বড় শিষ্টি গাছ রয়েছে। যার ডাল পালা অনেক বড় হয়ে যাওয়ায় তাদের সুপারি গাছ মনে যাচ্ছে। এ বিষয়ে ওই গাছের একটি ডাল কাটার জন্য গত ৬ মাস ধরে সিরাজ ও লালু ব্যাপারীদের বললেও তারা কাটবে বলে কাটেনি। এতে তাদের সুপারি গাছ মরতে শুরু করে। পরে তার স্বামী তাদের সুপারি গাছ বাঁচাতে ওই গাছের একটি ডাল কাটেন। এতে সিরাজ ও লালু ক্ষেপে গিয়ে বৃদ্ধ তোফাজ্জলকে পিটিয়ে আহত করে। এসময় তাকে উদ্ধার করতে এসে তিনিও আহত হন। তিনি আরো জানান, বিষয়টি স্থানীয়দের জানালে তারা সমাধানের আশ^াস দিয়ে চলে যায়। এছাড়াও তার স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতলে নিতে চাইলে সিরাজ ও লালুসহ তাদের ক্যাডাররা তাদের বাঁধা দেয়। এবং ঘর থেকে বের হলে আরো মারধর করবে চলে হুমকী দিতে থাকে। পরে আমরা সাংবাদিককে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে এসে আমাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এছাড়াও এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ভোলা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে তিনি জানান।
ভোলা মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন জানান অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত চলছে।

LEAVE A REPLY