আদিল হোসেন তপু,ভোলা নিউজ২৪ডটনেট ॥ ভোলায় সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের খাল দখল করে অবৈধ স্থাপনা নিমার্ন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। এসময় তাদেরকে সরকারি ভূমি ও ইমারত (পুনরুদ্ধার) অধ্যাদেশ ১৯৭০ এর ৭(১) ধারা অনুযায়ী ১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়।
সোমবার (১ এপ্রিল) বিকালে জেলা প্রশাসনের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. কাওছার হোসেন এই অভিযান পরিচালনা করেন। এসময় তিনি সকল অবৈধ দখলদারদের আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা নিজ খরচে অপসারণের আদেশ প্রদান করেন। আটককৃতরা হলেন- আ.আবদুল হাই, মো. ফারুক, আবদুল হাই,মো.আলী গাজী।