অমি আহামেদ ॥ভোলায় গুপ্তির ছুরিকাঘাতে বিল্লাল হোসেন নামের এক এনজিও কর্মীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মে) দুপুরে সদরে আলীনগর ইউনিয়নের হাজীরহাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিল্লাল সদরের বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কানাইনগর গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে ও হীড বাংলাদেশ ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুলু বেগম নামের এক নারীকে আটক করেছে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির আহমেদ জানান, পুলিশের ধারনা দুপুরের দিকে ওই এনজিওকর্মী দুলু বেগমের বাড়িতে কিস্তির টাকা তুলতে যায়।
এ সময় কিস্তির টাকার ঘটনাকে কেন্দ্র করে দুলু বেগম ও তার ছেলে বিল্লালের সাথে এনজিওকর্মী বিল্লালের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা এনজিওকর্মী বিল্লালকে গুপ্তি দিয়ে পেটে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। দুলু বেগমকে আটক করে। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে বলেও জানান তিনি। এদিকে এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।