অমি আহমেদ,ভোলা নিউজ২৪ডটনেট॥
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ভোলায় শুরু হলো ৭ দিন ব্যাপী একুশে বই মেলা।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারী) বিকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের ওবায়দুল হক বাবুল মোল্লা কলেজ মাঠে ৭ দিনব্যাপী একুশে বই মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এসময় বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মোকতার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাহামুদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,অতিরিক্ত জেলা প্রশাসক মো: সেলিম রেজা, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন প্রমুখ।
এসময় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে মেলার স্টল পরিদর্শন করে অতিথিবৃন্দ। মেলায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের উপন্যাস, গল্প, কবিতা ও বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্যের বই স্থান পেয়েছে। মেলায় স্কুল কলেজের শিক্ষার্থীর সমাগম ছিলে লক্ষণীয়।
আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। এবং প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে একুশে বই মেলাসহ ৭ দিনব্যাপী বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক বলেন, জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে বই পড়ার কোনো বিকল্প নেই।এবং মানুষের মাঝে জ্ঞানের আলো জ্বালাতে অবশ্যই বই পড়তে হবে।
এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বসন্ত উৎসব পালন করে বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজএ। এ উপলক্ষ্যে কলেজ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভাষা ও বসন্ত বরন অনুষ্ঠানে কলেজ গভর্নিংবাডির সভাপতি জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন,ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকীব, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, সাবেক অধ্যক্ষ প্রফসর দুলাল চন্দ্র ঘোষ, সাবেক অধ্যক্ষ মু. রুহল আমিন জাহাঙ্গীর প্রমুখ।