শশীভূষণ প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটনেট ॥ ভোলার চরফ্যাশনের শশীভূষন থানা সদর বাজারে মাজেদ মিয়ার স্ব-মিলে ট্রাক থেকে গাছ নামাতে গিয়ে চাপা পরে শফি(৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(৮মার্চ) সন্ধা ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে। শফি শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এছাহাক ওরফে ধনু বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে মাজেদ মিয়ার স্ব-মিলে ট্রাক থেকে গাছ নামানোর সময় আরোটি গাছ ট্রাক থেকে মাথায় পরে থেতলে গিয়ে ঘটনাস্থলেই শফির মৃত্যু হয়।
শশীভূষণ থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ থেকে লাশ উদ্ধার করে থানার নিয়ে আসেন।