আদিল হোসেন তপু,ভোলা নিউজ ২৪ ডটনেট ।। ভোলার পরানগঞ্জ এলাকায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে মোঃ মোতাহার (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বোরবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুপ্তমুন্সী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভোলা সদর থানার ওসি ছগির আহমেদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মোঃ মোতাহারকে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুপ্তমুন্সী এলাকার নজির মুন্সী বাড়ীতে সন্ধ্যায় দুই শিশুর মধ্যে ঝগড়া হয়। এর জেরধরে একই বাড়ীর মোঃ মোতাহার (৬০) ও মোঃ জসিম (৩২) এর মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মোঃ জসিম লাঠি দিয়ে মোতাহারকে আঘাত করে। স্থানীয়রা এসে মোতাহারকে উদ্ধার করে বাসায় নিয়ে গেলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে চিকিৎসক এসে মোতাহারকে মৃত বলে ঘোষনা করে।
মোতাহারের ছেলে মোঃ হাসান বলেন, সন্ধ্যার সময় শিশুদের ঝগড়া বাধলে আমার পিতা তাদেরকে ছাড়াতে যায়। এসময় আমার পিতার সাথে মোঃ জসিম কথা কাটাকাটি হয়। হঠাৎ জসিম আমার বৃদ্ধ পিতাকে লাঠি দিয়ে মারতে থাকে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে ডাক্তার এসে তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে ভোলা থানার ওসি ছগির আহমেদ মিয়া বলেন, মোঃ মোতাহারের হত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে মোতাহারকে ময়ন্ত তদন্তের জন্য থানায় নিয়ে আসি।