ভোলার দৌলতখাঁনে ‘গ্রীন আইয়ের’ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

0
207

আদিল হোসেন তপু ; ভোলার দৌলতখানে বিভিন্ন  বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন আইয়ের’  উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে দৌলতখান উপজেলা প্রঙ্গনে আনুষ্ঠানিক ভাবে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন দৌলতখান উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্রনাথ কুমাড়। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  দৌলতখান থানার অফিসার ইনচার্জ বজলে রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ‘গ্রীন আইয়ের’ সভাপতি ইসহাক নোমান,সহ-সভাপতি নাহিদ ইকবাল,সাধারন সম্পাদক শহীদুজ্জামান সজীব,এইচ আর  ফিন্যান্স ডিরেক্টর আনরিন চৌধুরী, শান্ত আহমেদ এবং সংগঠনের সকল সদস্যবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চত্বর ও দৌলতখান থানা কার্যালয় চত্বরে  সৌন্দর্য় বর্ধন গাছের  চারা রোপন করা হয়।  পরে বিকালে দৌলতখান স্টেডিয়ামে সংগঠনের সদস্যদের মাঝে  বিভিন্ন প্রজাতির ফলজ ২০০ চারা রোপণ বিতরন করা হয়। দৌলতখান উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্রনাথ কুমাড় জানায়, দৌলতখান উপজেলার বসবাসকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়া সংগঠন ‘গ্রীন আইয়ের’ উদ্যোগে বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কাজকে স্বাগত জানাই। এই সংগঠনের তারুণ্য শক্তি ইতিবাচক কাজে আরও বেশি ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা।

LEAVE A REPLY