ভোলার কর্ণফুলী-৪ লঞ্চ যাত্রী নিয়ে চরে আটকা

ভোলার কর্ণফুলী-৪ লঞ্চ যাত্রী নিয়ে চরে আটকা

0
262

ভোলা নিউজ২৪ডটকম।। ভোলা থেকে ঢাকা যাওয়ার পথে কর্নফুলী-৪ লঞ্চ বরিশালের মিয়ার চরে হাজারো যাত্রী নিয়ে চরে  আটকা পড়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এই ঘটনা ঘটে। আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে ইতি মধ্যে দুটি লঞ্চ ঘটনাস্থলে রওনা দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী লঞ্চ কোম্পানির ভোলা অফিস ম্যানেজার মোঃ আলাউদ্দিন জানান, বিকেলে প্রায় ৭০০ যাত্রী নিয়ে ভোলা থেকে ছেড়ে যাওয়া কর্নফুলী-৪ লঞ্চ এর সামনের দিকে ভারি কিছু মালামাল রাখায় লঞ্চটি বরিশালের কালিগঞ্জ ঘাটের আগে নিয়ার চরে আটকা পড়ে। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ভোলা থেকে কর্ণফুলী-১২ ও ঢাকা থেকে কর্ণফুলী-৩ নামের দুটি লঞ্চ ঘটনাস্থলে যাচ্ছে বলেও তিনি জানান।

NO COMMENTS

LEAVE A REPLY