ভোলা নিউজ ২৪ ডটনেট।। বিদেশিদের অর্থায়নে ভোলার আনাসবীন মালেক ইসলামী কমপ্লেক্সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ১২শত শিশুদের মাঝে স্লিপং কিটস বিতরন করে রোটারী ক্লাব ঢাকা।
মঙ্গলবার কালে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ আনাসবীন মালেক ইসলামী কমপ্লেক্সে এই স্লিপিং কিটস বিতরন করা হয়। সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের নিয়ে এই কমপ্লেক্সে আসে। পরে সারাবদ্ধ শুশৃংখল ভাবে শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরন করে সংগঠনের কর্মকর্তারা। মেয়েদের স্যালোয়ার,কামিজ,ওড়না ও ছেলেদের টি-শার্ট,মশাড়ী,কম্বল,স্কুল ব্যাগসহ নানান ধরনের সামগ্রী বিতরন করা হয়।
এসব সামগ্রী পেয়ে আগত শিশুরাও বেশ খুশি ও আনন্দ প্রকাশ করেছে। এসময় রোটারি ক্লাব এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও কানাডার ২জন নাগরিক উপস্থিত থেকে এসব বিতরন করেন।
এসময় রোটারি ক্লাব ঢাকা এর প্রেসিডেন্ট ড. নিয়াজ আব্দুর রহমান বলেন,তারা বেশ কয়েকটি জেলায় অন্তত ৮হাজার শিশুদের মাঝে এসব স্লিপিং কিটস বিতরন করবেন। যার মধ্যে ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২শত শিক্ষার্থী রয়েছে। এ কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।