ভোলা নিউজ ২৪ ডটনেট : ভোলায় প্রচন্ড ঝড়ো বাতাস আর সেই সাথে ভাড়ী বৃস্টিপাত হচ্ছে। এর ফলে ঘরের বাহিরে বের হতে পারছে না কেউ।
গত দুদিন ধরেই ভোলায় বইছে ঝড়ো বাতাস আর বৃস্টিপাত। তবে গভীর রাত থেকে সেই ভাড়ী বৃস্টিপাত ও ঝড়ো বাতাসের পরিমান আরো বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারন মানুষ ঘরের বাহিরে বের হতে পারছে না। ৩নাম্বার সিগ্নাল থাকায় ভাড়ী বৃস্টি আর ঝড়ো বাতাস বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিস। বাতাসের পরিমান এতোটাই বেশি গাছ-পালা ভেঙ্গে নেয়ার মত উপক্রম হয়েছে।
অপর দিকে মেঘনা ও তেতুলিয়া নদী প্রচন্ড উত্তাল হয়ে উঠেছে। দু’দিনের ভাড়ী বৃস্টিপাতের কারনে আতংকিত হয়ে পরেছে মেঘনা নদীর মাঝের চলাঞ্চলে বসবাসকারী। নদী উত্তাল থাকায় ছোট ছোট লঞ্চ আর ফেরি চলাচলে ব্যাহত হচ্ছে।