রাকিব উদ্দিন অমি,ভোলা নিউজ ২৪ ডটনেট : ভােলার মঘেনা ততেুলয়িা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত ১৫জলেকেে আটক করা হয়ছে। উপজলো প্রশাসন ও মৎস অধদিপ্তর যেৌথ ভাবে এই অভিযান চালয়িে এসব জেলেকে আটক কর। পরে তাদের মোবাইল কোর্ট এর মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
মৎস অধদিপ্তর সুত্র জানায়,গতকাল ভাের থেকে মেঘনা এবং ততেুলয়িা নদীর বিভিন্ন স্থানে পুলশিরে সহযােগীতা নিয়ে অভযিান চালানাে হয়। এসময় নদীতে মাছ ধরারত অবস্থায় ভােলার ইলশিা,ভাংতির খাল,হাকমি উদ্দিন ও ততেুলয়িা নদীর বিভিন্ন স্থান থেকে অন্তত ১৫ জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে মােবাইল কোর্টের বিঞ্জ নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর সামনে হাজির করা হয়অ বিঞ্জ আদালত ৫জনকে ১বছর,৮জনকে ১মাস ও ২জনকে ২বছর করে কারাদন্ড প্রদান করে। পরে তাদরেকে জলে হাজতে প্ররেন করে পুলশি। এ অভিযান অব্যাহত থাকবে এবং জেলেরা আগামী দিনে নদীতে ইলিশ মাছ ধরা থকেে বিরত থাকবে বলে আশা করেন ভোলার সদর উপজলোর সনিয়ির মৎস অফসিার মাে: আসাদুজ্জামান। তিনি আরো বলেন,মৎস অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন সব সময় পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে। যাতে নিষিদ্ধ এলাকায় অন্তত ২২দিন কোন জেলে জাল নিয়ে মাছ ধরতে নামতে না পারে।