বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনের পৌর এলাকা থেকে মো: মনির(৩৪) ও আছমা বেগম(২৮) নামে দুজনকে আটক করেছে পুলিশ।
গত ১৪ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধা অনুমান ৭টায় পরকিয়ার সম্পর্কের ভিত্তিতে বোরহানউদ্দিনের আছমা বেগমের বাড়িতে ভোলা থেকে দেখা করতে আসে মো: মনির নামে একজন আনছার সদস্য। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘরের বাহির হতে তালা মেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদের দুজনকে রাত ১২টায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাদের মোবাইল কোর্টের হাতে সোপর্দ করে। উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট মো: আ: কুদ্দুস গতকাল সন্ধা ৭টায় তাদের দুজনকে বাংলাদেশ দন্ডবিধির ১৮৬০ এর ২৯৪ ধারায় প্রতিজনকে ১০,০০০ টাকা করে মোট ২০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। অনাদায়ে ৩ মাসের কারাদন্ডে দন্ডিত করেন। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট মো: আ: কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।