“বিবেক”

0
368

লেখকঃ তনুশ্রী ব্রহ্ম

আজ মানুষ কেনো এতো অসহায়,
সমাজের শিখন্ডি করালগ্রাস শুষে নিয়েছে।
তারা মজ্জায় থাকা অনুভূতি,
কেনো এতো ধিক্কার বাজে বাতাসের শব্দে।
কিসের এতো আর্তনাদ ॥
কাদের পাশে দাঁড়াবে তারা,
আরে তারাই তো ধর্ষক।
যদি দেহের এতো ক্ষুধা তবে বেঁচে কেনো,
বিবেক তো মরে গেছে।
দেহের মৃত্যুই বাকি ॥
মেরে ফেলে আজ সেই শুষুক,
যারা আজ হায়না।
মায়ের, বোনের আর্তনাদ আর শোনা যায় না,
যদি প্রাণহীন ল্যাম্পপোস্ট আলোকিত করে রাতের আঁধার।
তবে তোমার বিবেকে আলোকিত হবে সমাজের অন্ধকার ॥

LEAVE A REPLY