সংবাদ দাতা :: বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম ভূঁইয়া তানু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নয়জনকে পিস্তল,গুলি ও ম্যাগজিনসহ আটক করেছে পুলিশ। এঘটনায় তীব্র নিন্দার ঝড় শুরু হয়েছে রাজনৈতিক অংঙ্গনে।
বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের গণমাধ্যম শাখার মুখপাত্র এ এস এম আশরাফুল আলম জানান, শনিবার রাতভর অভিযান চালিয়ে পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলা থেকে ওই চারজনকে আটক করেন তারা।
গত শুক্রবার রাতে বাগেরহাট শহরের পূর্ব বাসাবাটি পদ্মপুকুরপাড় এলাকায় দুর্বৃত্তের গুলিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ৩৫ বছর বয়সী আলম ভূঁইয়া তানু নিহত হন। এ ঘটনায় স্থানীয় ফরিদ নামে এক যুবক জড়িত বলে অভিযোগ করে আসছে নিহতের পরিবার।
আটকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাদের মধ্যে ফরিদও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আশরাফুল আলম বলেন, তানুর হত্যাকাণ্ডের পর পুলিশ তদন্তে নেমে এতে কারা জড়িত তা শনাক্ত করে। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল, গুলি ও ম্যাগজিনও উদ্ধার করা হয়েছে। তবে এবিষয় বিস্তারিত তথ্য এখনো প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়নি। বলা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য দেয়া হবে। এঘটনায় তীব্র সমালোচনার ঝড় শুরুহয়েছে রাজনৈতিক অংঙ্গনে।