“ফিরে ফিরে আসি”

0
330

 

লেখক সোহেব চৌধুরী

ফিরে ফিরে আসি বারে বারে
তোমাদের ভিড়ে
বড় লাজুক ছিল সে সর্গ থেকে আসা
লজ্জাবতী উদ্ভিদ ঘিরে।
রক্তিম আকাশ সাঁঝের বেলায় তবু
বড় বিষাদ ক্ষরন আত্মবোধ জুড়ে
তবু যেন অস্বাদনের স্বাদ গ্রহণ
করি হেয়ালি সময়ে
দোলায় আমায় দিকভ্রান্ত দিগঞ্চল ঘুড়ে।
ফিরে ফিরে আসি তবু বারে বারে,
এ মাঝিমাল্লার সিন্ধুতটে
শতসহস্র গিরিপথ অতিক্রম করে।
বেহায়া জীবনে মধুদত্যের মতো
আত্ব সর্বস্ব হারায়ে
এ ঘুম ভাঙ্গানি গীত গাহিয়ে,
প্রহরী হব তাই
তোমাদের তরে
আমার কুঁড়েঘরে,
সম্মুখপানে ফিরে ফিরে চাই
গম্ভির আকাশ।
চারিদিক নিরোব নিশ্চুপ অবকাশ।
বসন্তে নেই ঝিঝিদের ডাক
থেকে থেকে শুধু ভুতুমের হাক,
তবু আতাফল পাতার ফাকে
ঠিক দৃষ্টিপথের বাঁকে
উকি দেয় রুপালি ঐ চাঁদ
লেপ্টে আছে গালে তার
কালিমাখার খাঁদ।
তবু হাত দুটো বাড়ায়ে
শিশির তোমায় খুঁজি
হিজল তলে দাঁড়ায়ে।
ফুরাবে রাত বুঝি
নিস্পলকে ; যুগান্তরলোকে ভাঙ্গা আয়নায় কভু-
শেষ রাতের গল্পটা খুঁজি প্রভু-
দাও ফিরায়ে।

”দেশের ও ভোলার খবর জানতে  ভোলা নিউজ২৪ডটনেট এর সাথে থাকুন”

LEAVE A REPLY