সৌজন্য সুইসাইড নোটে লিখেছেন, ‘আমার প্রিয় পরিবার, আমি যে পদক্ষেপ নিতে চলেছি তার জন্য আমি ক্ষমা চাইছি।’ সুইসাইড নোটে ২৭, ২৮ আর ৩০ সেপ্টেম্বর—এই তিন তারিখ উল্লেখ করেছেন এই টেলিভিশন অভিনেত্রী।
পুলিশের অনুমান, তিন দিন আগেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন সৌজন্য। সুইসাইড নোটে তিনি জানিয়েছেন যে তাঁর মানসিক অবস্থা ঠিক ছিল না। আর অবসাদ তাঁকে ঘিরে ধরেছিল। এই সুইসাইড নোটে একাধিকবার তাঁর মা–বাবার কাছে ক্ষমা চেয়েছেন সৌজন্য।
এখন পুলিশ এই আত্মহত্যার আসল কারণ উদ্ধার করার চেষ্টা করছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে সৌজন্যর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ঘরে ঢুকলে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এই অভিনেত্রী। কুম্বলগোডুর এই বাসায় একা থাকতেন সৌজন্য। পুলিশ তাঁর বাবা, মা আর বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ তদন্তের মাধ্যমে জানতে চায় যে সৌজন্যর এই পরিণামের জন্য তিনি নিজেই দায়ী, না তাঁকে কেউ বা কারা এ ব্যাপারে উসকানি দিয়েছে। সৌজন্য ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও কাজ করেছেন।