অনলাইনের আদলে ওয়েবসাইট বানিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে একটি মহল। এ বিষয়ে পাঠকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রথম আলো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ওয়েবসাইটটি ভুয়া তথ্য দিয়ে বেশ কিছু বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করেছে। সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব প্রতিবেদন কিংবা ওই সাইটে প্রকাশিত কোনো খবরের দায়ভার প্রথম আলো বহন করবে না।
সাইটটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে পদক্ষেপ নিতে শুরু করেছে প্রথম আলো।
মহলটি প্রথম আলোর ফেসবুক পেজের আদলে একটি পেজও তৈরি করেছে। নকল ওয়েবসাইটটির ডোমেইন নামের বানান আসল প্রথম আলো সাইটের নামের বানানের থেকে আলাদা। তবে খুব কাছাকাছি। একটু খেয়াল করলেই পাঠক ব্যাপারটি লক্ষ করতে পারবেন।