ইয়াছিনুল ঈমন,ভোলা নিউজ ২৪ ডটনেটঃ ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখতে ভোলায় সাংবাদিক সম্মেলন করে ভোলা মৎস্য বিভাগ ও ইকোফিস প্রকল্প।পাশা পাশি ইলিশের উৎপাদন বাড়াতে আগামী ১ অক্টবর থেকে ২২ দিন পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে সারা দেশে ইলিশ আহরণ পরিবহন মজুদ বাজার জাতকরণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এই ২২ দিন নদী মাছ ধরা বন্ধের লক্ষে সকলকে সচেতন করার জন্য।
আজ বৃহস্পতিবার ভোলা প্রেসক্লাবে ভোলা মৎস্য বিভাগ ও ইকোফিস প্রকল্পের যৌথ আয়োজনে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। ভোলা সদর উপলো মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ভোলা জেলার মদনপুর চর ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত শাহাবাজপুর শাখা নদীর ৯০ কিলোমিটার এবং ভোলা জেলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর প্রায় একশ কিলোমিটার অভয়া আশ্রম ঘোষনা করা হয়েছে। জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব । তাই নিষেধাজ্ঞা চলাকালিন সময়ে সরকারি আদেশ অমান্য করে ইলিশ মাছ আহরন ও বিক্রি করলে সর্ব উচ্চ ২ বছর সশ্রম কারাদন্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জড়িমানাসহ উভয় দন্ড প্রদান করা হবে। সাংবাদিক সম্মেলনে এসময় বক্তব্য রাখেন ভোলা কোষ্টগার্ড দক্ষিন জোনের লেফট্যান্টে রেদোয়ান,ভোলা মৎস্যজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম, কোষ্টট্রাষ্টের টিম লিডার রাশিদা বেগম, ইকোফিস প্রকল্পের সমন্বয়কারি মো: জহিরুল ইসলাম, ইসিএম প্রকল্পের সমন্বয়কারি, মো: মিজানুর রহমান প্রমুখ।