অমি আহমেদ,ভোলা নিউজ২৪ডটনেট ॥
ভোলার সুযোগ্য পুলিশ সুপার মো: মোকতার হোসেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল-সেবা (পিপিএম -সেবা) পদক পাওয়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিট পুলিশ সুপারকে সংবর্ধনা প্রদান করেন। আজ বুধবার রাতে জেলা পুলিশ সুপার এর কার্যলয়ে ফুল দিয়ে সংবর্ধনা দিয়ে হয়। এর আগে তাকে সরকাররি বে-সরকারি,সামাজিক সংগঠন,সাংবাদিক সংগঠন সহ নানা সেচ্ছাসেবী সংগঠন তাকে সংবর্ধনা প্রদান করেন। তার অসীম সাহসিকতা,দায়িত্বশীল পেশাদারিত্ব,বীরত্বপূর্ণ অবদান,কর্তব্যনিষ্ঠা,সত্যতা ও সেবামূলক কাজের স্বীকৃতি স্বরুপ অবদানের জন্য বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ভোলা পুলিশ সুপারকে এই পদক দেওয়া হয়েছে।
সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন,ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ও ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম,ডিবি ওসি শহীদুল ইসলাম, রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ও চ্যানেল-২৪ সাংবাদিক আদিল হোসেন তপু,বাল্য বিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শাহরিয়ার জিলন,রক্ত বিভাগের প্রধান এম রহমান রুবেল,প্রশিক্ষন বিভাগের প্রধান প্রিন্স সাদ্দাম,সেবা ও স্বাস্থ্য বিভাগের উপ-প্রধান ফাহাদ রাবিত,ক্রীড়া বিভাগের উপ-প্রধান সাকিব সহ যুব রেড ক্রিসেন্ট এর সদস্য বৃন্দ। পুলিশ সুপার মো: মোকতার হোসেন বলেন , এই পদক আমার একার নয়। এ সুনাম পুরো ভোলা জেলার মানুষের। সবার সহযোগিতা আর ভালোবাসায় আমি এই পদক পেয়েছি। এই পদক এর পিছনে বিশেষ করে জেলা পুলিশের ভূমিকা অপরিসীম। আগামীতে মানুষ যেন পুলিশ এর কাছে সঠিক সেবা পায় ও ভোলা কে মাদক মুক্ত করতে সবার সহযোগিতা কামনা করেন।