ভোলা নিউজ ২৪ ডটনেট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানবিক কারণে বাংলাদেশে রোহিঙ্গাদের স্থান দেয়া হয়েছে। পারস্পারিক বিশ্বাস, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে ওআইসিভুক্ত দেশগুলোর সাথে কাজ করবে বাংলদেশ।’
মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে ইসলামিক কনফারেন্স অব ট্যুরিজম মিনিস্টার্স-আই সি টি এম এর ট্যুরিজম মিনিস্টার্স মিটিং এর উদ্বোধনী অনুষ্ঠানে রোহিঙ্গা প্রত্যাবাসনে দৃঢ় সমর্থন দেয়ায় ওআইসিসহ আন্তর্জাতিক সংগঠনগুলোকে ধন্যবাদ জানান তিনি।
এসময় শেখ হাসিনা আরো বলেন: ‘১৯৭৪ সালে বাংলাদেশ ওআইসিতে যোগ দেয়। ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে ইসলামিক পণ্য সেবা সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে। ভ্রমণ ও পর্যটন, হালাল খাদ্য, হালাল ঔষধ ইত্যাদি নিশ্চিত করতে ওআইসিভুক্ত দেশগুলোর সহযোগিতা জোরদার করা প্রয়োজন।’
পর্যটন শিল্পকে শক্তিশালী অর্থনৈতিক খাত হিসেবে উন্নীত করতে কাজ করছে বাংলাদেশ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘পর্যটন খাতে ওআইসির কার্যক্রমকে পূর্ণ সমর্থন করে বাংলাদেশ।’
বাংলাদেশর প্রাকৃতিক সৌন্দর্যের চিত্রসহ পর্যটন খাতের নানা দিক তুলে ধরে প্রধামন্ত্রী বলেন: ‘বাংলাদেশ একটি নদীমতৃক দেশ এখানে শত শত নদী জালের মতো ছড়িয়ে আছে। রয়েছে চোখ জুড়নো চা বাগান। রয়েছে কক্সবাজার মেরিন ড্রাইভ যা পর্যটকদের নিকট খুবই আকর্ষণীয়।’
এসময় পর্যটকদের সুবিধার্থে কক্সবাজার জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।