ভোলা নিউজ ২৪ ডটনেট ।। ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে মহা-জালিয়াতির পর অবৈধ শাসকগোষ্ঠী আরও বেশি নিষ্ঠুর বেপরোয়া হয়ে উঠেছে। মিথ্যা জয়ের গরিমায় ধরাকে সরা জ্ঞান না করার পর্যায়ে তারা পৌঁছেছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
৩ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৩৬ বছর রাজনৈতিক জীবন পূর্ণ হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান রিজভী। এ বিষয়ে তিনি বলেন, দেশী বিদেশী চক্র এই মহান জাতীয়তাবাদী নেত্রীর উত্থান সহ্য করতে পারেনি। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে যিনি আগলে রেখেছিলেন অতন্ত্র প্রহরীর মতো তাকে পর্যুদস্থ করার জন্য চক্রান্তকারীরা চক্রান্ত জাল বুনতে থাকে।