দৌলতখানে পুলিশের ধাওয়া খেয়ে মেঘনায় ঝাঁপ দেয়া নিখোঁজ জেলের লাশ উদ্ধার

0
2

ভোলা নিউজ ২৪ ডটকম  :: ভোলার দৌলতখানে পুলিশের ধাওয়া খেয়ে মেঘনায় ঝাপ দিয়ে নিখোজ জেলের লাশ ৪দিন পর উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ৪পুলিশ সদস্যকে ক্লোজ করাহয়েছে।

আজ সকালে উপজেলার থানা সংলগ্ন মেঘনার পাতারখাল নামক স্থান থেকে নিখোজ জেলে মো: নোমান এর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে স্থানীয় জেলেরা ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও নিহতর স্বজনসহ শত শত মাসুষ ছুটে আসে। এসময় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় স্বজনদের আহাজারীতে পুরো এলাকায় হৃদয় বিদারক পরিবেশের সৃস্টি হয়।

 

এদিকে এঘটনায় অভিযুক্ত চার পুলিশ সদস্যকে আজ প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। তাঁরা হলেন উপপরিদর্শক (এসআই) সৌরভ কান্তি পাল, সহকারী উপপরিদর্শক মো: সোহেল,কনস্টেবল মো. রাসেল ও মো. সজিব।

উল্লেখ.গত বৃহস্পতিবার দুপুরে দৌলতখান থানা সংলগ্ন পাতার খাল মাছঘাট এলাকায় তাস খেলছিলো কয়েকজন। এসময় তাদেরকে ধাওয়া করে পুলিশ। নিখোঁজ মো. নোমানসহ তাঁর সঙ্গীরা দৌড়ে এবং মেঘনা নদীতে ঝাঁপ দেয়। সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও নোমান উঠতে পারেনি।

LEAVE A REPLY