ভোলা নিউজ২৪ডটকম।। দুটি নয় ৭টি কালো ধুসর ডিম পারলো আরেকটি পেতিহাঁস
এবার একই এলাকায় কালো নয় ধুসর দিয়েছে পাতি হাঁস!ছোটবেলায় অনেকেই দাদা দাদির মুখে গল্প শুনেছেন স্বর্ণের ডিম পাড়া হাঁস মুরগির। স্বর্ণ না হলেও ভোলায় সাদা হাঁসের কালো ডিম নিয়ে বেশ কয়দিন আলোচনায় সমালোচনা শোনা গেছে তা শুনে সে হাঁসটি ডিম পাড়া বন্ধ করে দিয়েছে এমনটাই মজা করে বলছেন এলাকাবাসী।
ফেসবুকে অনেকে মজার ছলে লিখেছেন পেতি হাঁসটি বিরক্ত হয়ে ডিম পাড়া ছেড়ে দিয়েছেন!
অনেকে লিখেছেন,পরবর্তী বার আমি স্বর্ণের ডিম পারবো।
কেউ কেউ লিখেছেন হাসঁটি কয়লা বা রঙ খেয়েছে তাই কালো হয়েছে ডিম।
কিন্তু সেই এলাকায় ঘটছে আরেক কাণ্ড,এলাকাবাসী বলছে হাসটি ডিম পাড়া ছাড়লে কি হবে তার সহকর্মী হাঁস কালো ডিম পাড়ার প্রতিযোগিতায়। এলাকার সকল পেতিহাঁস নেমেছে কালো ডিম পাড়ার।চেষ্টা করেও কালো ডিম না পাড়তে পেরে কিছুটা ধুসর বর্নের পেরেছে একটি হাস, তাও একটি দুটি নয় ৭ টি ডিম!
ধটনাটি ঘটেছে চরফ্যাশনের বিশিষ্ট ব্যবসায়ী আবু বেপারীর ছেলে দুলাল মিয়ার বাসায়। একটি পাতিহাঁস ৭টি ধূসর কালো ডিম দিয়েছে।
তাদের ধারনা এটি অস্বাভাবিক হলেও ধারণা করা হচ্ছে হাঁসগুলো কেমিক্যাল যুক্ত খাবার খাওয়ার ফলে এমন ডিম দিচ্ছে।
ভোলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মণ্ডল ভোলা নিউজ২৪ডটকম কে জানান, কোনো পরিযায়ী পাখির সঙ্গে প্রজননের মাধ্যমে এমনটি হচ্ছে। যার কারণে হাঁস দুটি কালো ও ধূসর রঙের ডিম পাড়ছে। তারপরও আমরা হাঁসের ডিমগুলো পরীক্ষাগারে পাঠাবো। এরপর পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।