দুইমাসের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে জাল নৌকা নিয়ে নদীতে ভোলার জেলেরা

0
769

মো: আফজাল হোসেন ।। দুইমাস বন্ধ থাকার পর আবারো জাল হাতে নদীতে নেমে পড়েছে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর পাড়ের জেলেরা।

আজ ১মে মেঘনা ও তেতুলিয়া নদীর অভায়শ্রমে সকল ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আর বসে নেই জেলেরা। সকাল হতেই জেলেরা জাল আর নৌকা নিয়ে নেমে পরেছে মাছ স্বিকার করতে। ছুটে চলছেন মেঘনার বুক চিড়ে। দুইমাস মাছ ধরা বন্ধ থাকায় এরা প্রশাসনের চোখ ফাকি দিয়ে মাছ স্বিকার করলেও এখন আর সেই নিষধাজ্ঞা না থাকায় একসাথে মাছ স্বিকার শুরু করেছে জেলেরা। আর এই সাথে ব্যস্ত হয়ে পরেছে নদীর পাড়ের মাছের আড়তগুলো। যদিও গত দুইমাস নদীতে মাছ ধরা বন্ধ ছিলো না। এবছর অভিযান ছিলো তুলনামুলক কম আর দুর্বল।

গত মার্চ মাসের ১তারিখ থেকে মার্চ,এপ্রিল দুইমাস মেঘনা ও তেতুলিয়া নদীর ২৯০কিলোমিটার এলাকাকে ইলিশের অভায়শ্রম জোন ঘোষনা করে সরকার এই এলাকায় সকল ধরনের মাছ ধরাকে নিষিদ্ধ করেছিলো।

LEAVE A REPLY