তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড

0
422

তজুমদ্দিন প্রতিনিধি ॥ ভোলার তজুমদ্দিন হয়ে ঢাকা যাওয়ার সময় কোস্টগার্ড সদস্যরা লঞ্চে অভিযান চালায়। এসময় তারা অন্তত আটশত কেজি জাটকা ইলিশ জব্দ করেছে। পরে আটককৃত এসব মাছ গরীব অসহায় মানুষের মাজে বিলি করে দেয়া হয়েছে।

কোস্টগার্ড সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তজুমদ্দিনের মেঘনায় ঢাকা গামী এমভি ফারহান-৬ এবং এমভি তাশরিফ-৩ লঞ্চে অভিযান চালায় কোস্টগার্ড। এসময় ছোট বড় তিনটি ঝুড়িতে প্রায় আটশত (৮০০) কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে ঐ মাছ রাতেই ধরনীর খাল ঘাটে এনে এতিমখানা ও গরীব অসহায় মানুষের মাজে বিলি করা হয়েছে। অভিযানে তজুমদ্দিন কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে কোষ্টগার্ডের অন্যান্য সদস্যরা অংশ নেয়।

LEAVE A REPLY