তজুমদ্দিন প্রতিনিধি ॥ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তজুমদ্দিনের আয়োজনে এবং বে-সরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বরিশাল অঞ্চলের সহযোগীতায় “খাদ্যের কথা ভাবলে,পুষ্টির কথাও ভাবুন”এই প্রতিপাদ্যে ভোলার তজুমদ্দিনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকাল ১০ টায় একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে হাসপাতালের হলরুমে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ মমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন, থানা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ শামিমুল ইসলাম, এইচ.আই মোঃ ছবিরুল হক, কারিতাসের তজুমদ্দিন অফিসের ম্যানেজার সুরুজ মোল্লা, ব্র্যাকের ফিল্ড অফিসার গাউস গাজী প্রমুখ। র্যালী ও আলোচনা সভায় কারিতাসের ফিল্ড সুপারভাইজার ও কমিউনিটি নিউটেশন প্রমোটরগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২৩ এপ্রিল থেকে শুরু হয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত। এই ৭ দিনে পুষ্টি বিষয়ক বিভিন্ন কর্মসূচি পালন করবে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বে-সরকারী উন্নয়ন সংস্থা কারিতাস।