তজুমদ্দিনে গুচ্ছুগ্রামের ঘর বিক্রির প্রতিবাদ,হামলা আহত ২

0
555

হেলাল উদ্দিন লিটন:তজুমদ্দিন প্রতিনিধি:ভোলা নিউজ ২৪ ডটনেট : ভোলার তজুমদ্দিনে চরমোজাম্মেলে সরকারী গুচ্ছুগ্রামের ঘর বিক্রি ও এক কৃষক পরিবারকে কুপিয়ে, পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে ব্লকনেতা আলমগীরের বিরুদ্ধে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ওই পরিবারটি তজুমদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছে।
আহত সুত্রে জানা গেছে, উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরমোজাম্মেলে সরকারী অর্থায়নে নির্মিত গুচ্ছুগ্রাম চর মোজাম্মেল-১ এর ঘর বিক্রি করছেন ওই চরের ব্লকনেতা মোঃ আলমগীর। সরকারীভাবে গুচ্ছুগ্রামের ঘর কাউকে বরাদ্ধ না দিতে আলমগীর চরের অসহায় মানুষের কাছে চার থেকে পাঁচ হাজার টাকায় ওই ঘর বিক্রি করছেন। চরের অসহায় কৃষক মোঃ সিদ্দিকের (৩৫) কাছে চুক্তির মাধ্যমে গুচ্ছুগ্রাম চরমোজাম্মেল-১ থেকে একটি ঘর পাঁচ হাজার টাকা বিক্রি করেন। চুক্তি অনুযায়ী সিদ্দিক পাঁচ হাজার টাকা দিয়ে ঘরে উঠে। ঘরে উঠে ১০/১৫ দিন বসবাস করার পর ১৫ জানুয়ারী সকাল ৭ টায় আলমগীর আরো বেশি টাকায় ঘর বিক্রি করবে বলে সিদ্দিককে ঘর থেকে বের হয়ে যেতে বলে। সিদ্দিক ঘর থেকে বের হতে না চাইলে দুজনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে ঘরের পাশে থাকা বডি দিয়ে আলমগীর এলোপাতাড়ি মারপিট করতে থাকেন সিদ্দিককে। এ সময় সিদ্দিকের মাথা ফেটে গেলে তার স্ত্রী তাকে ধরতে গেলে তাকেও বডি দিয়ে হাতে কোপ মারে আলমগীর। এ ঘটনায় স্বামী-স্ত্রী দু’জন গুরুতর আহত হয়ে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতরা হলেন, মোঃ সিদ্দিক (৩৫) ও তার স্ত্রী নাছিমা বেগম (২৮)। হাসপাতালের বেডে শুয়ে সিদ্দিক সাংবাদিকদের জানান, চর মোজাম্মেলের ব্লকলিডার আলমগীর গুচ্ছুগ্রামের ৪০/৪৫টি ঘর ৪/৫ হাজার টাকা করে চরের মানুষের কাছে বিক্রি করেন। তাই আমি তার কাছ থেকে একটি ঘর ৫ হাজার টাকা দিয়ে কিনি। চুক্তি অনুযায়ী ১৫ দিন আগে ওই ঘরে উঠি। এই মাসের ১৫ তারিখে ঘর থেকে বের হতে বলে আমি বের না হওয়ায় আমাকে ও আমার স্ত্রীকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করে। আমি এঘটনার সুস্থ বিচার চাই এবং আইনগত সহায়তা নিবেন বলেও জানান। অভিযুক্ত আলমগীরের কাছে জানতে চাইলে তিনি ঘর বিক্রির বিষয়টি অস্বীকার করে বলেন, সিদ্দিক জোড়পূর্বক গুচ্ছুগ্রামের ঘর দখল করতে গেলে আমি বাঁধা দিলে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

LEAVE A REPLY