জমিজমার বিরোধের জেরে আলীনগরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ আহত

জমিজমার বিরোধের জেরে আলীনগরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ আহত

0
332

ভোলা নিউজ ২৪ ডট নেট।। জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গোলেনুর বেগম(৩০) নামের এক গৃহবধুকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ । ২৬ জুন সকাল ১১টার দিকে ভোলা সদর উপজেলার আলিনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোখলেছ হাওলাদার বাড়িতে এই ঘটনা ঘটে। গুরতর াবস্থায় আহত গোলেনুর কে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

স্থানীয় সুত্রে যানা যায় ,আলিনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোখলেছ হাওলাদার বাড়ির বাসিন্দা মৃত হানিফ হাওলাদারের মেয়ে গোলেনুর বেগমের সাথে একই বাড়ির নুরুল ইসলামের ছেলে বিল্লাল গংদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। গত কয়েক দিন আগে এই বিষয়টি নিয়ে উভয় গ্রুপের মধ্যে মারামারি এবং পরে মামলা হয়। গোলেনুরের স্বামী ঢাকায় অসুস্থতার কারনে ঢাকায় চিকিৎসাধিন থাকার কারনে বর্তমানে কয়েক দিন ছোট বোনকে নিয়ে গোলেনুর বাড়িতে বসবাস করছে। বুধবার সকালে পুর্বের বিষয় নিয়ে গোলেনুর বেগমদের সাথে বিল্লাল গংদের কথার কাটাকাটি হয় । সকাল ১১টার দিকে গোলেনুর বেগম বাড়ির উঠানে কাজ করছিল । হটাৎ বিল্লালের ( সুজন) নেতৃত্বে , ছালমা, সুফিয়া, ফিরোজ, আলী একাব্বর সহ কয়েকজন এসে গোলেনুর কে এলোপাথারি ভাবে মারধর করতে থাকে।

হামলায় গুরুতর আহত হয়ে গোলেনুর মাটিতে লুটিয়ে পরলে হামলাকারিরা গোলেনুরের ঘরে প্রবেশ করে স্বর্ন অলংকার ,মূল্যবান কাগজপত্র সহ নগদ টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা গোলেনুর কে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।

একই বাড়ির বাসিন্দা জাহানারা , ইয়াছমিন জানায়, গোলেনুর বেগমের সাথে হামলাকারী বিল্লাল গংদের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলছিলো। এ বিরোধকে কেন্দ্র করেই বুধবার সকালে বিল্লালের নেতৃত্বে ছালমা, সুফিয়া, ফিরোজ, আলী একাব্বর সহ কয়েকজন মিলে গোলেনুর বেগমের উপর হামলা করে। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে ।

NO COMMENTS

LEAVE A REPLY