ভোলা নিউজ ২৪ ডটনেট ।। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মো. জাবেদ পাটোয়ারী বলেছেন, সম্প্রতি দেশে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি।
আজ রোববার দুপুরে এপিবিএন মাঠে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান চলাকালে আইজিপি ড. জাবেদ পাটোয়ারী এসব কথা বলেন।
পুলিশপ্রধান বলেন, ‘আপনারা যদি পরিসংখ্যান দেখেন, বিগত ছয় মাসেও দেশে কোনো আইনশৃঙ্খলার অবনতি হয়নি।’
এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘দেখেন, পুলিশ যদি সাদা পোশাকে ডিউটি করে তাহলে যে সে অস্ত্র ব্যবহার করতে পারবে না বা কাউকে গ্রেপ্তার করতে পারবে না সেটা আমার জানা নেই।’
জাবেদ পাটোয়ারী বলেন, ‘দেখেন, যদি কেউ রাস্তা বন্ধ করে মানববন্ধন বা কোনো কর্মসূটি করে, তাহলে আর তাতে যদি সাধারণ জনগণের ভোগান্তি হয়; তাহলে আমি বলব পুলিশ কোনো গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেয় নাই বা কোনো ভুল করে নাই। তারা তাদের দায়িত্ব পালন করছে।’














