মো: আফজাল হোসেন,চরফ্যাশন থেকে ফির :: ভোলার চরফ্যাশন পৌরসভার বর্জ অব্যবস্থাপনার ফলে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে দুর্ঘটনা আর বিপর্যয়ের মুখে পরিবেশ। পর্যটক এলাকার এমন অবস্থায় পথচারীসহ চরম ক্ষোভ প্রকাশ করলেন এলাকাবাসী।
দ্বীপ জেলা ভোলার সর্বদক্ষিনের সর্ববৃহত উপজেলা ও পর্যটন নগরী চরফ্যাশনের অবস্থান। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের বাহনসহ প্রতিদিন শত শত যানবাহন জেলা সদর থেকে চরফ্যাশন উপজেলার বিভিন্নস্থানে চলাচল করছে। পর্যটন মৌসুম হওয়ায়,হাজারো পর্যটক আসছে ভোলার চরফ্যাশন উপজেলা সদর,চর কুকরী-মুকরী,তারুয়াসহ বিভিন্নস্থান ঘুরে দেখতে। অথচ পৌরসভার বর্জ অব্যবস্থাপনার কারনে চরম বিপাকে পরতে হচ্ছে যানবাহনসহ পথচারীদের। মুখে হাত কিংবা রুমাল না দিয়ে চরফ্যাশনে প্রবেশ করার মত অবস্থা নেই। পৌর কর্তৃপক্ষ উপজেলা সদরটির বাস স্ট্যান্ডের পাশে রাস্তার দুই পাশে প্রতিদিন শহরের বর্জগুলো সবই ফেলছে এখানে। দুর্ঘন্ধ আর ধুয়ার ফলে একাকার এসব পথচারীরা। তাইতো ঘটছে দুর্ঘটনাও। এসব দুর্ঘটনায় প্রতিনিয়ত মারা যাবার মত ঘটনাও ঘটছে। চরম ক্ষোভ এসব মানুষদের। পথচারী মো: সাহাবুদ্দিন ও মাইনুদ্দিন বলেন,দীর্য দিন ধরেই এই সমস্যা ধাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না।
তবে এসব সমস্যার কথা স্থানীয়রা বল্লেও কোন প্রতিকার পাচ্ছে না। এমনকি সাধারন মানুষদের কথা বুঝেও প্রতিদিন ট্রাক বোঝাই করে ময়লা-আবর্জনা ফেলছে চরফ্যাশন পৌরসভার ট্রাক চালকরা মো: কালাম। তিনি বলেন, সাধারন মানুষদের সাথে আমারও একম। বিকল্প স্থান না থাকায় এখানে বর্জ ফেলতে হচ্ছে বলে জানালেন পৌরসভার এই ট্রাক চালক। তবে স্থানীয়দের অভিযোগ এখনই নয়,বর্ষা মৌসুমে আরো বেশি বিপর্যয় ঘটে। এসব পচা বিষাক্ত পানি গ্রামে ঢুকে পড়ে পরিবেশের পাশাপাশি মাছের খামার গুলোর ক্ষতি করছে বলে জানান,মো: কালাম ও রাসেদ।
এদিকে পৌরসভার প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি সমস্যার কথা স্বিকার করে বলেন,এখন আমাদের কোন ডাম্পিং স্টেশন নেই। পৌরসভা থেকে কোন নির্ধারিত স্থান না থাকায় রাস্তার দুই পাশে ফেলছি। প্রশাসক হিসেবে দ্বায়িত্ব নেয়ার পর আমি শহর থেকে নাগরিক ভোগান্তি কমানোর জন্য জায়গা নির্ধারনের চেস্টা করছি। জমি নির্ধারন হয়ে গেলেই স্থানীয় মন্ত্রনালয়ে বরাদ্ধের জন্য আবেদন করবো। আমি আশাবাদী বরাদ্ধটা পেলেই এই সমস্যা আর থাকবে না।