চরফ্যাশনে মেঘনায় জালপাতা নিয়ে সংঘর্ষ॥ যুবলীগ নেতাসহ আহত-১০

0
441

নোমান সিকদার,চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনের সামরাজ ঘাট সংলগ্ন মেঘনায় জালপাতাকে কেন্দ্র করে দু’দল জেলের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চর মাদ্রাজ ইউনিয়ন যুবলীগ সভাপতি হারুন কিবরিয়া এবং সাংগঠনিক সম্পাদক জসিম মুন্সিকে গরুতর অবস্থায় চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাত ৯টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় চরফ্যাশন থাকায় ২২ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ৩ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
পুলিশ ও জেলেদের সূত্রে জানাযায়, যুবলীগ নেতা হারুন কিবরিয়ার আড়তের জেলে বাবুল মাঝি মেঘনায় প্রথমে জালপাতে। পরে অপর জেলে মধুহান্নান বাবুল মাঝির পাতাজালের উপর জালপাতে। এনিয়ে বাবুল মাঝি এবং মধুহান্নানের ট্রলারের জেলেদের মধ্যে ঝগড়া বিবাদ ও মারামারি হয়। মাঝনদীতে এ ঘটনার পর দু’মাঝির ট্রলার নিকটবর্তী সামরাজ ঘাটে ফিরে। ঘাটে ফিরলে আড়তদার ও ইউনিয়ন যুবলীগ সভাপতি হারুন কিবরিয়া বিষয়টি সমঝোতার জন্য মধুহান্নানের কাছে গেলে তার লোকজন সংঘবদ্ধ হয়ে হারুন কিবরিয়ার উপর হামলা করে। তাকে রক্ষার জন্য এগিয়ে গেলে যুবলীগের সংগঠনিক সম্পাদক জসিম মুন্সিও জেলেদের হামলার শিকার হন। নদী ও ঘাটে দু’দফা হামলার ঘটনায় হারুন কিবরিয়া, জসিম মুন্সি, বাবুল মাঝি, শাহে আলম, মনির রাঢ়ী, সিরাজ রাঢ়ী, সেলিম, দুলালসহ ১০ আহত হয়। অহত অন্যান্যদের চরফ্যাশন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গ্রেফতারকৃত কামাল হোসেন, মে. সবুজ ও নজরুল কে গতকাল রোববার আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানাসূত্রে জানাগেছে।

LEAVE A REPLY