চরফ্যাশনে দুই ইউনিয়নে ইভিএমে ভোট দিতে ঝামেলা

0
6

ভোলা নিউজ২৪ডটকম।। ভোলার চরফ্যাশন উপজেলায় দুটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনে। ভোটগ্রহণ শুরু হয়েছ।  আসলামপুর ও নবগঠিত ওমরপুর ইউপিতে ভোট গ্রহণ চলছে।

সোমবার(২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে দুই ইউনিয়নে। সকাল থেকে শত শত ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তবে অনেক ভোটার অভিযোগ করেন, ইভিএমে ভোট দিতে সমস্যা হচ্ছে।

দক্ষিণ আসলামপুর মোবারক আলী দাখিল মাদ্রাসা কেন্দ্রের ভোটার মো. জাহাঙ্গীর আলমসহ একাধিক ভোটার বলেন, সকাল আটটা থেকে দাঁড়িয়ে আছেন, নয়টা পর্যন্ত ভোট দিতে পারেননি।
এ সময় প্রিসাইডিং অফিসার আবদুল্লাহ আল মামুনকে কীভাবে ভোট দিতে হবে, সে বিষয়ে ভোটারদের বলতে দেখা যায়।

আসলামপুর আজাহার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার মো. সিরাজুল ইসলাম বলেন, ইভিএম মেশিন তাঁর আঙুলের ছাপ নিতে পারছে না। তাই তিনি ভোট দিতে পারেননি। ভোট না দিয়ে ফিরে যাচ্ছেন। আলী আকবর নামের এই কেন্দ্রের এক ভোটার বলেন, ‘আমার মাত্র তিন সেকেন্ড লেগেছে ভোট দিতে, কোনো সমস্যা হয়নি।’

৭৮ বছরের বৃদ্ধ আবদুল মান্নান ফরাজী বলেন, সকাল ৮টায় ভোট দিতে এসে সকাল ১০টা পর্যন্ত দাঁড়িয়ে ছিলেন তিনি। এতে অসুস্থ হয়ে পড়েছেন, তাই ভোট না দিয়ে ফিরে যাচ্ছেন তিনি।
আসলামপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম অভিযোগ করেন, নৌকার প্রার্থী নুরে আলম মাস্টার ও তাঁর লোকজন তাঁর (আবুল কাশেম) ভোটারদের হুমকি-ধমকি দিয়ে কেন্দ্রে আসতে দিচ্ছেন না। তবে পাল্টা অভিযোগ করে আওয়ামী লীগের প্রার্থী নুরে আলম মাস্টার বলেন, স্বতন্ত্র প্রার্থীর বহিরাগত ক্যাডাররা নৌকার ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছেন।

চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাবের পাশাপাশি কোস্টগার্ড, আনসার বাহিনী, বিজিবি নিয়োগ করা হয়েছে।

আসলামপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম অভিযোগ করেন, নৌকার প্রার্থী নুরে আলম মাস্টার ও তাঁর লোকজন তাঁর (আবুল কাশেম) ভোটারদের হুমকি-ধমকি দিয়ে কেন্দ্রে আসতে দিচ্ছেন না। তবে পাল্টা অভিযোগ করে আওয়ামী লীগের প্রার্থী নুরে আলম মাস্টার বলেন, স্বতন্ত্র প্রার্থীর বহিরাগত ক্যাডাররা নৌকার ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছেন।

চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাবের পাশাপাশি কোস্টগার্ড, আনসার বাহিনী, বিজিবি নিয়োগ করা হয়েছে।

LEAVE A REPLY