চরফ্যশনে পৃথক দূর্ঘটনায় নিহত ২

0
358

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধি।।  ভোলার চরফ্যাশনে পৃথক দূর্ঘটনায় জসিম (২৫) নামে ব্রিকফিল্ডের এক শ্রমিক ও আরিফ (১৮) নামের এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ৮ এপ্রিল সোমবার সাড়ে ১১টার দিকে চরফ্যাশনে হটাৎ বাতাস ও বৃষ্টিপাত শুরু হয় এসময় উপজেলার মাদ্রাজ ইউনিয়নে মধুমতি ব্রিক্সে কাজ করার সময় বজ্রপাতে জসিমের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে এলাকাবাসি সূত্রে জানা যায়। নিহত জসিম জিন্নাগড় ৬নং ওয়ার্ডের নুর হোসেন মিস্ত্রির ছেলে। এদিকে চর কলমি ইউনিয়নে আরিফ (১৮) নামের এক কিশোর পুকুরে বিদ্যুত দিয়ে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে শশিভুষন থানা সূত্রে জানা গেছে। নিহত আরিফ চরফ্যাশন উপজেলার শশিভুষন থানার চর কলমি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত নাসির মুন্সির ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার হিলারি ইয়াসমিন বলেন নিহতদের হাসপাতালে নিয়ে আসা হলে তাদেও মৃত ঘোষনা করা হয়। চরফ্যাশন থানার এ আই আজিজ জানান নিহতদের সুরতহালের তথ্য নেওয়া হয়েছে পরিবারের নির্দিষ্ট অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাস হস্তান্তর করা হয়েছে।

 

LEAVE A REPLY